লকডাউন বাড়তে পারে আরও এক সপ্তাহ

0
345

২২ মে ২০২১ (নিউজ ডেস্ক): কঠোর লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত অব্যাহত রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রীর নির্দেশনার।

শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ঈদ পরবর্তী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। করোনা বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে। এ নিয়ে আমরা এখনও শঙ্কিত। বিষয়গুলো পর্যালোচনা চলছে। সব কিছু বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিবেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছি।

একাধিক সূত্র বলছে, জনগণের জীবন-জীবিকার কথা বিবেচনা করে সরকার লকডাউনের মেয়াদ বাড়াতে আগ্রহী নয়। তবে দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেই লকডাউন বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগ আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে।

লকডাউন/আরএম/কিউটি