চমক ছাড়াই নেতৃত্ব নির্বাচিত হলো আওয়ামী লীগের। কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ফের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। আগামী তিন বছর তারাই নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের।
কাউন্সিলরদের রায়ে টানা নবম বারের মত সভাপতির দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অন্যদিকে, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন টানা দ্বিতীয় মেয়াদে।
শেখ হাসিনার নাম সভাপতি পদে প্রস্তাব করেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য।
সদ্য বিদায়ী যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এতে সমর্থন করেন বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।
প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন।