বছরের যাবতীয় আলোচিত সমালোচিত ঘটনাবলী নিয়ে সংবাদপত্রে সালতামামি প্রকাশ হয় বহু বছর আগে থেকেই। প্রায় দুই দশক ধরে টেলিভিশনেও এই ধারা চালু হয়েছে। সালতামামি প্রকাশে এবার নতুন সংযোজন “ফেসবুক”।
হরিতকি নামের একটি ফেসবুক গ্রুপ তৈরি করেছে এই ভিজ্যুয়াল সালতামামি। বছরজুড়ে ফেসবুকে ভাইরাল হওয়া ইস্যু নিয়ে তৈরি হয়েছে এই ভিডিওটি।
ভাইরাল ইস্যু নিয়ে নির্মিত সালতামামি ভিডিওটিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ভিডিও ক্লিপটি দেখতে ক্লিক করুন:
https://m.facebook.com/story.php?story_fbid=396604561121929&id=232112280904492
Leave a Reply