২৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ৫৮ বছর পূর্তি। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর সম্প্রচার শুরু করে রাষ্ট্রীয় এ টেলিস্ট্রিয়াল চ্যানেলটি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিটিভি ঢাকা কেন্দ্রে বিকাল সাড়ে ৫টা বঙ্গবন্ধু কর্ণার, ‘রঙ তুলিতে বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্র প্রদর্শনী এবং বিটিভি এইচডি সম্প্রচারের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের (বর্তমান রাজউক ভবন) নিচতলায় পাকিস্তান টেলিভিশন করপোরেশন নামে চ্যানেলটির যাত্রা শুরু হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে এর নাম হয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটি ভবন থেকে রামপুরায় নিজস্ব ভবনে আনা হয় বিটিভিকে। ১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেয়ার মাধ্যমে নতুন যুগে পা রাখে বিটিভি।
বিটিভি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: