ইউক্রেন ছাড়ল শস্যবোঝাই আরও ২ জাহাজ

0
181

১৩ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): শস্যবোঝাই করে ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে আরও দুটি জাহাজ।

শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর: আরব নিউজ।

ইস্তানবুলে তুরস্কের মধ্যস্ততায় চুক্তি স্বাক্ষরের পর এ নিয়ে মোট ১৬টি শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেল।

শনিবার বার্বাডোজের পতাকাবাহী ফুলমার এস জাহাজটি ইউক্রেনের চরনোমোরস্ক বন্দর থেকে ১২ হাজার টন শস্য বোঝাই করে তুস্কের ইস্কেনদেরুন বন্দর দিকে যাত্রা করেছে। এবং মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী দো নামে জাহাজটি ৩ হাজার টন সূর্যমুখী তেলবীজ নিয়ে তুরস্কের তেকিরদাগ বন্দর অভিমুখে যাত্রা করেছে।

উল্লেখ্য, গত ২২ জুলাই তুরস্কের মধ্যস্ততায় ইস্তানবুলে খাদ্যশস্য রফতানির জন্য চুক্তি হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ