করোনায় বিপর্যস্ত জিম্বাবুয়ে

0
506

৪ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জিম্বাবুয়ে সরকার দেশজুড়ে ফের লকডাউন জারি করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবিলম্বে কার্যকরের ঘোষণা দিয়ে শনিবার এ লকডাউন জারি করা হয়।

লকডাউনের ৩০ দিনে শুধু হাসপাতাল, ওষুধের দোকান আর সুপার মার্কেট খোলা থাকবে।

জিম্বাবুয়ে সরকার মার্চ মাসে প্রথম লকডাউন জারি করে। কিন্তু ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির আশংকায় পদক্ষেপ শিথিল করা হয়।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্য মন্ত্রী কন্সতান্তিনো চিউনগা সাংবাদিকদের বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়ে পড়ায় লকডাউন জারি করতে হয়েছে।

জিম্বাবুয়েতে গত দুই মাসে করোনা সংক্রমণ ৮ হাজার ৩৭৪ থেকে বেড়ে ১৪ হাজার ৮৪ হয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৩৬৯ জন মারা গেছে। খবর: বাসস।

করোনা/এএমএম/কিউটি