রাবেয়া খাতুন: বনানীতে শায়িত

0
648

৪ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): কথা সাহিত্যিক রাবেয়া খাতুন বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন। এর আগে বাংলা একাডেমি ও চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন।

সোমবার বিকেল ৩টায় চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হয় বরেণ্য এ কথাসাহিত্যেতিকের শেষ জানাজা।

রোববার বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা যান রাবেয়া খাতুন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।

রাবেয়া খাতুন স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

রাবেয়া খাতুনের স্বামী ফজলুল হক দেশের প্রথম সিনে পত্রিকা ‘সিনেমা’-এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর প্রযোজক ও পরিচালক ছিলেন।

প্রয়াত রাবেয়া খাতুনের বড় ছেলে ফরিদুর রেজা সাগর প্রখ্যাত শিশু সাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। তার অন্য তিন ছেলে-মেয়ে কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।

দাফন/এএমএম/কিউটি