নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন। তাকে নেয়ার জন্য কাতারের আমির এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছেছে।
৬ জানুয়ারি সোমবার রাত ৭টা ৪০ মিনিটে অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বিষয়ে বিএনপি মিডিয়া উইয়েংর সদস্য শায়রুল কবির বিষয়টিনিশ্চিত করেন। তিনি জানান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বিমানবন্দরে অ্যাম্বুলেন্সটিকে স্বাগত জানান।
এদিকে, খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে ঘিরে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৭ জানুয়ারি রাতে খালেদা জিয়ার লন্ডনে যাত্রার কথা রয়েছে। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হতে পারেন। তাই এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমানবন্দর এলাকার বাইরে নিরাপত্তায় থাকছে এয়ারপোর্ট আর্মড পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব), ডিএমপি, ডিবি ও সোয়াতের সদস্যরা।
বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা ত্যাগ করবেন। ধারণা করছি, এসময় বিএনপি নেতা-কর্মীরা বিমানবন্দর আসবেন। তাদের নিরাপত্তার সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্থান আমি নিজে পরিদন্শন করেছি।
খালেদা জিয়া/এটি/কিউটি
Leave a Reply