ক্রিকেট বোর্ডের অনেক কিছু করার আছে

0
225

৯ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): বিশ্বকাপের মূলপর্বে টাইগাররা পাঁচ ম্যাচ হেরে রীতিমতো হোয়াইটওয়াশ হয়ে বাড়ি ফিরেছে। দলের এমন হারের রেশ এখনও কাটেনি।

মঙ্গলবার জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এনিয়ে পরপর দুটি টুইট করেন।

প্রথম টুইটে তিনি লিখেন, ক্রিকেট বোর্ডের অনেক কিছু করার আছে। কাজ করতে ৯শ’ কোটি টাকার প্রয়োজন নাই। ১০ কোটি টাকা দিয়েও অনেক কিছু করা সম্ভব। যদি আপনার সদিচ্ছা থাকে।

দ্বিতীয় টুইটে ম্যাশ বিসিবি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, আমি ফুল অথরিটি নিয়ে কাজ করতে চাই। এমন কাজ আমি করবো না, যেখানে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হবে। যেমন আপনারা বলেন, এখন নির্বাচক প্যানেল স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাহলে সেই কাজ করার চেয়ে তো না করা ভালো। পাঁচ ম্যাচ হারের রেশ এখনও সাবেক ক্রিকেটার, দর্শক-ভক্ত বোদ্ধাদের কথায় রয়ে গেছে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে দেশ ছাড়ে বাংলাদেশ দল। অথচ বাছাই পর্বের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় টাইগাররা। এরপর সুপার টুয়েলভে কোনও জয় না পাওয়ায় সেই সমালোচনা তুঙ্গে উঠে যায় দেশের ক্রিকেট পাড়ায়।

মাশরাফি বিন মুর্তজা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ