তাইওয়ানে বহুতল ভবনে আগুন

নিহত কমপক্ষে ২৫

0
271

১৪ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): তাইওয়ানের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর: ওয়াশিংটন পোস্ট

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই বহুতল ভবনটির দ্বিতীয় তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর সেটি পুরও ভবনে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

শহরটির দমকল বাহীনির প্রধান লি চিং-হসিউ ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, ১৩টি মরদেহ সরাসরি মর্গে পাঠানও হয়েছে। এছাড়াও হাসপাতালে পাঠানও আর ৫৫ জনের মধ্যে ১৪ জনের শরীরে জবীত থাকার কোনও লক্ষণ দেখা যায়নি।

হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ