নতুন নার্সদের যোগ দেয়ার নির্দেশ

0
549
ফাইল ছবি

করোনা ভাইরাস পরিস্থিতিতে রোগীদের সেবা দিতে নিয়োগ পাওয়া সিনিয়র নার্সদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ১৩ মে তারিখের মধ্যে তাদের কাজে যোগ দিতে হবে।

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নির্দেশ দেয়।

গত ২৫ এপ্রিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর চিঠি দেয়া হয়। চিঠিতে ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের কথা বলা হয়। তার ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন চিকিৎসক ও নার্স নিয়োগের সুপারিশ করে। এই সুপারিশের ভিত্তিতে ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগে ব্যবস্থা নেয়া হয়।

নির্বাচিত সিনিয়র নার্সদের যোগদান বিষয়ক বিস্তারিত তথ্য জানতে মন্ত্রণালয়ের ওয়েব সাইট দেখতে পরামর্শ দেয়া হয়েছে।