নরসিংদীতে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0
176
ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে প্রায় ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার।

তিতাস কর্তৃপক্ষ জানায়, গত ১ যুগ ধরে নরসিংদীর মাধবদী থানা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সীমান্তবর্তী অঞ্চলে অন্তত ৩টি পয়েন্ট ব্যবহার করে বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত হয়ে আসছিল। একাধিকবার এসব সংযোগ প্রাথমিকভাবে বন্ধ করা হলেও কিছুদিন পর পুনরায় চালু হয়েছে।

তিনি বলেন, এবার স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে যেসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তার ফলে প্রতি মাসে অন্তত ৩ কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে তিতাস গ্যাস কর্তৃপক্ষের। যা গত ১ যুগ ধরে প্রতি মাসে লোকসান দিতে হয়েছিল। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে এখানকার শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পাবে এবং গতি বাড়বে বলে ভাষ্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের।

এ সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাশাপাশি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্যাস সংযোগ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ