`নাগরিকদের কথা শুনেই সরকার পরিচালনা করতে হবে’

 

নিউজ ডেস্ক

কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেয়ার জন্য গত দেড় দশক ধরে জনগণ আন্দোলন অব্যাহত রাখেনি, এমনটাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কথা উল্লেখ করে তিনে বলেন, রাষ্ট্র ও সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই স্বৈরাচারকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে।

৩০ জুলাই বুধবার বিকেলে সাভারের আশুলিয়ায় আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নারকীয় জুলাই শিরোনামে এই সভার আয়োজন করে বিএনপি।

তারেক রহমান বলেন, সরকার ও রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করা গেলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব। একই সাথে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নও নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম উপায় হচ্ছে নির্বাচন। প্রত্যেক নাগরিক যেনো নিজের কথা নিজেই বলতে পারে তা নিশ্চিত করার স্বার্র্থেই একটি দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অগ্রাধিকার দেয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র, রাজনীতি, সরকার কিংবা সংস্কার… কোনো কিছুকেই শক্তিশালী ও টেকসই করা যাবে না। জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।

তারেক রহমান/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *