পররাষ্ট্রমন্ত্রীর আক্ষেপ

0
409
ফাইল ছবি

১০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): করোনা টিকা দেয়ার আশ্বাস দিয়ে সেই আশ্বাস রাখছে না কেউ। এ নিয়ে বিরক্ত পররাষ্ট্রমন্ত্রী একে আবদুর মোমেন। হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি দেখা দিল। আমরা বিভিন্ন দেশকে টিকা পাঠাতে অনুরোধ করেছি। তারা আশ্বাস দিয়েছে। কিন্তু সেই টিকা দেশে আসছে না।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রয়ি অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কাছে নিজের আক্ষেপ এভাবেই প্রকাশ করেন। ওই অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে দেশটির জনগণের জন্য উপহার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ওষুধ হস্তান্তর করেন।

তিনি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কাছ থেকে টিকা পাওয়ার আশ্বাসের কথা জানান। বলেন, সবাই বলছে দিবে। কিন্তু হাতে আসছে না। তবে তিনি আশাবাদী, যুক্তরাষ্ট্রের কাছ থেকে টিকা পাবেন।

পররাষ্ট্রমন্ত্রী/টিটি/রমু