ভূমধ্যসাগর উপকূল থেকে ৫০০ বাংলাদেশি আটক

0
212

২৬ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ভূমধ্যসাগরের উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার পুলিশ।

শনিবার ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপে পাড়ি দেয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামানের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভয়েস অফ আমেরিকা।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদের ৫০০ বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে আমরা এ পর্যন্ত ২৪০ জনের সাথে যোগাযোগ করতে পেরেছি। এটি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

২০১৬ সালের পর একদিনে উপকূল থেকে বিপুলসংখ্যক বাংলাদেশিকে আটকের ঘটনা এটিই প্রথম।

লিবিয়া কোস্টগার্ডের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানায়, একসময় ত্রিপোলির পশ্চিম উপকূল ব্যবহার করে অবৈধ অভিবাসীরা ইউরোপের সাগর পাড়ি দেয়ার চেষ্টা করতেন।

ভূমধ্যসাগর/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ