মাকে নিয়ে লন্ডনের পার্কে ঘুরলেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক (লন্ডন): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনপ্রবাসী তারেক রহমান পার্কে ঘুরলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে। মা-ছেলের পার্ক ভ্রমণের একটি ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সামজিক যোগাযোগ মাধ্যমে।

বুধবার ২ এপ্রিল সকালে পার্কে ভ্রমণের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমও সংবাদ প্রকাশ করতে শুরু করে। তবে শেয়ার হওয়া এই ভিডিওটি ঠিক কবে ধারণ করা তা জানা যায়নি। নেটিজেনদের ধারণা ঈদের তৃতীয় দিন মঙ্গলবার (পয়লা এপ্রিল) স্থানীয় একটি পার্কে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঘুরতে যান তারেক রহমান। তখনই এই ভিডিওটি করা হয়।

ভিডিও-টির রেজ্যুলেশন ও ফ্রেমিং দেখে বোঝা যায় এটি সেলফোনে ধারণ করা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও তার পরিবার পার্কের ফুটপাথে হাঁটছেন। তাদের সামনে বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে করে পরিবারের সদস্যদের সাথে ঘুরছেন। হুইল চেয়ারে বসিয়ে খালেদা জিয়াকে ঘোরাচ্ছেন তার একান্ত সহকারি সচিব মাসুদুর রহমান। এসময় তাদের সাথে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যানে বেগম খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকে তিনি ১৮ দিন চিকিৎসা নেন। এরপর থেকে তিনি তারেক রহমানের বাসায় আছেন। ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনের তথ্যানুযায়ী, বেগম জিয়া সুস্থ আছেন। সবকিছু ‘ঠিক থাকলে’ তিনি এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন।

খালেদা জিয়া/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:  www.NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: https://www.youtube.com/@NRB365_News

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *