আন্তর্জাতিক ডেস্ক (মালয়েশিয়া)
আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে কিছু ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত। মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল এমনটাই জানিয়েছেন।
সোমবার ৩৯ জুন দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, আটক বাংলাদেশিদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় আইএস চরমপন্থী মতাদর্শে প্রভাবিত হয়ে উগ্রপন্থী কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২-এর আওতায় আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন বাংলঅদেশি রয়েছে।
মালয়েশিয়ার আইজিপি দাতুক মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, আটককৃতদের মধ্যে কয়েকজনকে ‘সোসমা’ আইনে (সন্ত্রাসবাদ সম্পর্কিত) আটক রাখা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে নিজ দেশে (বাংলাদেশে) ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আইজিপি আরও জানান, এখনও কয়েকজন পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, সমন্বিত নিরাপত্তা অভিযানটি ২৪ এপ্রিল শুরু হয়েছে। তিনি জানান, সেলাঙ্গার ও জহর প্রদেশে তিন ধাপে এই অভিযান পরিচালিত হয়। আটক ৩৬ জনের মধ্যে ৫ জনকে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে মালয়েশিয়ার শাহ আলম ও জহর বারু সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। ১৬ জনের বিষয়ে এখনও তদন্ত চলছে।
মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্যানুযায়ী, এই বাংলাদেশি গোষ্ঠীটি দেশে (মালয়েশিয়ায়) আইএস-এর আদলে নতুন সেল তৈরি করছিল। তাদের উদ্দেশ্য ছিল চরমপন্থী মতাদর্শ প্রচার করা। একই সাথে তারা সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করা এবং নিজ দেশে সরকার উৎখাতের পরিকল্পনা করা।
এর আগে, দেশটির পুলিশ অভিযান চালিয়ে ৩৬ জন বাংলাদেশিকে আটক করে।
মালয়েশিয়া/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD Plus
Leave a Reply