শবে বরাতে মসজিদে না যাওয়ার আহ্বান

0
1537

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে শবে বরাতের ইবাদতের জন্য মসজিদে না যাওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আগামী ৯ এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাত পালন করবেন।

শনিবার ইসলামিক ফাইন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস রোধে সরকারি নির্দেশনার কথা উল্লেখ করা হয়। বলা হয়, সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও মসজিদে জুমা ও পাঁচ ওয়াক্তের ফরজ নামাজে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখার আহ্বান করা হয়েছে। অজু, নফল ও সুন্নত নামাজ বাসায় আদায় করার অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকলের উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ নিজ বাসায় বসে পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদার করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।