নিউজ ডেস্ক
হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনায় দেশের সব বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গেলো সপ্তাহে সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে বেবিচক।
বেবিচকের পক্ষ থেকে বিমানবন্দরগুলোকে ১০টি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে । এই নির্দেশনা পাঠানো হয়েছে বিমানবন্দরগুলোর প্রধান, সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে । এতে স্বাক্ষর করেছেন বেবিচক সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান ।
চিঠিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে । বাংলাদেশ বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংক থেকে বিরত থাকা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর ফথেন্টিকেশন (এমএফএ) ব্যবহারসহ দশটি নির্দেশনা মানার তাগিদ দেয়া হয়েছে।
সাইবার নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্চ টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বেবিচক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা হয়। এর প্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা নেয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকে জানানো হয়, সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটও হামলার শিকার হয়েছিল। এরপর বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এটি করার জন্য অভিজ্ঞ কোনো প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।
বেবিচক/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD Plus















Leave a Reply