সাধারণ ছুটি ঘোষণা

0
1226
সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

করোনা ভাইরাসের বিস্তার রোধে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে এই ছুটি শুরু হবে।

সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে এই ছুটি ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই ঘোষণা দেন। তিনি জানান, ২৬ মার্চ থেকে ছুটি শুরু হবে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। মোট ১০ দিন সারাদেশের সব প্রতিষ্ঠান এই ১০ দিন বন্ধ থাকবে। শুধু জরুরী সার্ভিসসমূহে পালা করে সংশ্লিষ্টরা কাজ করবেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে সরকার জরুরীভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৩ জন।