নিউজ ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘরের ভেতর ঘুমন্ত ললিতা বালা দাস নামে এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন।
নিহত ৮০ বছর বয়সী ললিতা বালা দাস হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী।
শনিবার ভোররাতের দিকে হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ললিতা বালা দাস বসতঘরে একা থাকতেন। তার দুই ছেলে পরিবার নিয়ে ওমান থাকেন। ভোররাতের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বসতঘরে ঘুমন্ত অবস্থায় ললিতা দাস আগুনে পুড়ে মারা যান।
হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাতিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD