উজ্জীবিত উরুগুয়ের সামনে নিষ্প্রভ কলম্বিয়া

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল

0
333

২ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): কোপা আমেরিকায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মোকাবেলা করবে হট ফেভারিট উরুগুয়ে। ম্যাচটি শনিবার (বাংলাদেশ সময় রবিবার ভোর ৪টায়) গোয়ানিয়ায় অনুষ্ঠিত হবে।

তৃতীয় স্থান নিয়ে গ্রুপ পর্ব শেস করে কলম্বিয়া। অন্য দিকে, কোপা আমেরিকার ১৫ বারের শিরোপা জয়ী উরুগুয়ে ‘এ’ গ্রুপে শেষ দুটি ম্যাচে জয়ের মাধ্যমে দ্বিতীয় অবস্থান নিশ্চিত করে। সোমবার প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েই কোয়ার্টারে কলম্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উরুগুয়ে।

উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ বলেছেন, কোপায় আমরা ক্রমেই উন্নতি লাভ করছি এবং এগিয়ে যাচ্ছি। আমাদের খেলার মান আরো উন্নত করতে হবে এবং জয়লাভ করতে হবে। এর দুইটিই এখন ঘটছে।

উরুগুয়ের শেষ গ্রুপ ম্যাচে মূল একাদশে না থাকলেও কোয়ার্টারে শুরুতেই মাঠে নামবেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা লুইস সুয়ারেজ। ফর্ম ফিরে পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এডিনসন কাভানিও। শেষ দুইটি ম্যাচেই গোল পেয়েছেন তিনি।

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া এখনও নিজেদের সামর্থ্যরে সবটুকু দিতে পারেনি। গ্রুপ পর্বে তৃতীয় স্থান নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে।

কোপা আমেরিকা/এএমএম/আরএম

আরও সংবাদ: কোপা আমেরিকার ম্যাচ দেখাবে যারা

http://artnewsbd.com