করোনা: মুনতাসীর মামুন আইসিইউ’তে

0
605

ইতিহাসবিদ ও লেখক মুনতাসীর মামুনকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার নমুনা পরীক্ষার পর জানা গেছে তিনি কোভিড-১৯ পজেটিভ। এর আগে তিনি অসুস্থ হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা বিবেচনা করে আগেই তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছিল।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মণি লাল আইচ লিটু জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইতহাস বিভাগের শিক্ষক ডক্টর মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, দুই সপ্তাহ আগে মুনতাসীর মামুনের নমুনা পরীক্ষা করা হয়। তখন তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। দ্বিতীয় পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ ধরা পরে। অনেক সময় প্রাথমিক অবস্থায় প্রথম পরীক্ষায় শনাক্ত নাও হতে পারে।