জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন

0
15

নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধে বিগত সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরসহ উহার সব অঙ্গসংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ পাওয়া যায় নাই; এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ উহার সকল অঙ্গসংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নহে;  সেহেতু সরকার, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ উহার সকল অঙ্গসংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত এ বিভাগের বিগত ১৭ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ০১ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের প্রজ্ঞাপন এস. আর, ও. নং. ২৮১/আইন/২০২৪ এত দ্বারা বাতিল করিল এবং উক্ত আইনের তফসিল-২ হইতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠন এর তালিকাভুক্তি বাতিল করিল।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যই পয়লা আগস্ট সরকারের নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

৫ আগস্টের নাটকীয় পটপরিবর্তনের পর জামায়াত রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীণ সরকারের প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সাথে বৈঠক করেছে।

রাজনীতি/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ