ঢাবির হলে পোস্টার সাঁটানোয় নিষেধাজ্ঞা

0
18

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলে পোস্টার সাঁটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে পোস্টার লাগানোর প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

জানা যায়, বুধবার দিবাগত রাতেই শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দেয়ালে বা আশপাশে যেকোনো ধরনের পোস্টার সাঁটানোর প্রশ্নে নিষেধাজ্ঞা দিয়েছে হল প্রশাসন।

এক বিজ্ঞপ্তিতে হল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, হলের সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য হলের অভ্যন্তরে বা হল চত্বরের দেয়ালে হল প্রশাসনের অনুমতি ব্যতীত কোনও প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো ও দেয়াল লিখন করা যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে সবার সহযোগিতা একান্ত কাম্য।

এদিকে ঢাবিতে পোস্টার সাঁটানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ দেখিয়েছেন একদল শিক্ষার্থী। বুধবার রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

জানা যায়, বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এসব পোস্টার সাঁটানো হয়।

শিক্ষার্থীরা প্রথমে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করার পর বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। সেখানে কিছুক্ষণ অবস্থান নেয়ার পর রাত ১২টার দিকে তারা হলে ফেরত যান।

মিছিলে ‘টু জিরো টু ফোর, ছাত্ররাজনীতি নো মোর, দেয়ালে পোস্টার লাগালে, দুঃখ আছে কপালে, আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ছাত্ররাজনীতির ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’ এমন নানা স্লোগান দেয়া হয়।

ঢাবি/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ