স্পোর্টস ডেস্ক: সাদা বলের ক্রিকেটে লিটন দাসের ফর্ম নেই অনেক দিন হলো। যে কারণে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলে জায়গা মেলেনি তার। তবে টেস্টে গেল বছর তার ব্যাট হেসেছে ভালোভাবেই। তারই পুরস্কার পাওয়ার খুব কাছে চলে গেছেন তিনি। তার এক সেঞ্চুরি জায়গা করে নিয়েছে ক্রিকইনফোর বর্ষসেরা হওয়ার দৌড়ে।
ক্রিকইনফোর প্রকাশিত পাঁচজনের তালিকায় লিটনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন ইংল্যান্ডের অলি পোপ ও হ্যারি ব্রুক, ভারতের যশস্বী জয়সওয়াল এবং অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। এই তালিকার মধ্যে জায়গা পাওয়া লিটনের ইনিংসটি ছিল পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে।
বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘদিন ধরে জয়ের স্বাদ পায়নি। তবে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে সেই আরাধ্য জয় ধরা দেয়। শুধু জয়ই নয়, এই সিরিজে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ। সিরিজে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের পেছনে লিটন দাসের অবদান ছিল অনস্বীকার্য।
সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুর পরিস্থিতি ছিল ভয়াবহ। ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে দল। এমন সংকটময় পরিস্থিতিতে লিটন দাস ব্যাট হাতে দাঁড়িয়ে যান। মেহেদী হাসান মিরাজের সাথে সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে দলকে বড় বিপর্যয় থেকে উদ্ধার করেন।
লিটন ২২৮ বল মোকাবিলায় ১৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ ৬ উইকেটে জয় তুলে নেয়।
লিটনের এই ইনিংস বর্ষসেরা টেস্ট ইনিংসের মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছে। এই তালিকায় আরও রয়েছে পোপের ভারতের বিপক্ষে হায়দরাবাদে করা ১৯৬ রানের ইনিংস, জয়সওয়ালের ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনমে করা ২০৯ রান, ব্রুকের মুলতানে পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রানের মহাকাব্যিক ইনিংস এবং হেডের অ্যাডিলেডে ভারতের বিপক্ষে করা ১৩০ রান।
লিটন দাস/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
Leave a Reply