৮ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সমাবেশ ডেকেছেন সাংবাদিকরা। দেশে সাম্প্রদায়িক ও মৌলবাদী তৎপরতা নির্মূলের দাবিতে এ সমাবেশ হবে।
বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ডেকেছে ‘মৌলবাদ বিরোধী সাংবাদিক সমাজ’।
সমাবেশে বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, ডিইউজে’র সাবেক সভাপতি কাজী রফিক ও আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহ-সভাপতি নজরুল কবির, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিএফইউজে’র সাবেক যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম সবুজ, সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখবেন।
সমাবেশ প্রসঙ্গে মনজুরুল আহসান বুলবুল জানান, সাম্প্রদায়িক-মৌলবাদী গোষ্ঠী ইতোপূর্বে বিমানবন্দরের সামনে লালন শাহের ভাস্কর্য ভেঙেছে। তাদের দাবির মুখে ন্যায় বিচারের প্রতিক হিসেবে সর্বোচ্চ আদালতের সামনে নির্মিত ভাস্কর্য অপসারণ করা হয়েছে। এবার তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙেছে। এ অবস্থা আর চলতে দেয়া যায় না। সমাজের অন্যতম বিবেকবান অংশ সাংবাদিকরা তাই এর বিরুদ্ধে প্রতিবাদের আয়োজন করেছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ-সম্পাদক রহমান মুস্তাফিজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।
সাংবাদিক সমাবেশ/এএমএম/কিউটি