এবার মৌলভীবাজারে গণধর্ষণের শিকার হয়েছেন দুই তরুণী। এদের একজন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। জেলা স্টেডিয়াম এলাকায় দুপুরে দুই বান্ধবীকে নীপিড়নের এ ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানা পুলিশ ইতোমধ্যেই দুই ধর্ষককে আটক করেছে। অভিযুক্ত তিন জন এখনও পলাতক।
আমাদের প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে কলেজ থেকে ফেরার পথে প্রেসক্লাবের সামনে থেকে তারা একটি অটোরিকশায় ওঠে। তাদের পরপরই চার যুবক ওই অটোরিকশায় উঠে পর্দা টেনে দেয়। এরপর বেধেঁ ফেলে দুই বান্ধবীকে।
মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের পিছনের নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে দুই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে চার বখাটে। সেখানে তাদের মারধর করে মোবাইল ফোন সেট ও টাকা ছিনিয়ে নেয় ধর্ষকরা।
ঘটনাস্থল থেকে দুই তরুণী কৌশলে বেরিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে এবং তাদের স্বজনদের খবর দেয়। নিপীড়নের শিকার দুই তরুণীকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে পুলিশ।
মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, কলেজ ছাত্রী বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন।
আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে পুলিশ মূল অভিযুক্ত আকাশ ও মুন্নাকে আটক করেছে। বাকি তিন অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।