চলছে ভাঙা গড়ার রেকর্ড

0
429

৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৬৩ জন মারা গেছেন। দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যায় এটি তৃতীয় সর্বোচ্চ। গতকালের চেয়ে আজ ৩ জন কম মারা গেছেন। গতকাল ৬৬ জন মৃত্যুবরণ করেছিলেন। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত ৩০ জুন, ৬৪ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৯ হাজার ৪৪৭ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬২৬ জন। যা এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ। গতকাল এ সংখ্যা ছিল ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটিও একদিনে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রেকর্ড ছিল।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ। বিস্তারিত আসছে

করোনা/এএমএম/কিউটি