শওকত আলীর মৃত্যুতে জিএম কাদেরের শোক

0
335

১৬ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): সাবেক ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার জিএম কাদেরর ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী স্বাক্ষরিত শোক বার্তায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্ণেল শওকত আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা।

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, অবসরপ্রাপ্ত কর্ণেল শওকত আলী ছিলেন অসীম সাহসের প্রতিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্তজন কর্ণেল শওকত আলী আগরতলা মামলার অন্যতম আসামী ছিলেন।

জিএম কাদের বলেন, দক্ষ প্রশিক্ষক হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন বীর সেনানী শওকত আলী। অভিজ্ঞ সদস্য হিসেবে ৫ বার সংসদে অনন্য ভূমিকা রেখেছেন তিনি। ডেপুটি স্পিকার হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন শওকত আলী।

তাঁর লেখা ‘সত্য মামলা আগরতলা’, ‘কারাগারের ডায়েরী’, ‘বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও আমার কিছু কথা’ এবং ‘গণপরিষদ থেকে নবম সংসদ’ তথ্যবহুল বইগুলো ইতিহাসের স্বাক্ষ্য হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়। বাংলাদেশের রাজনীতিতে অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর অবদান অক্ষয় হয়ে থাকবে।

সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী, মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার শওকত আলীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শোক বিবৃতি/এসকেএম/আরএম