ঢাকা টেস্টে ৩০০ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণা

0
294
ছবি: ইএসপিএন ক্রিকইনফো

৭ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): বৃষ্টিবিঘ্নিত দুইদিনের পর ৪ উইকেটে ৩০০ রান তুলে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।

বৃষ্টির কারণে ঢাকা টেস্টের তৃতীয় দিন মাঠেই বল গড়ায়নি। এর আগে বৃষ্টির কারণে প্রথম দিন ৫৭ ওভার এবং দ্বিতীয় দিন ৬ দশমিক ২ ওভার খেলা হয়। তবে বৃষ্টি না থাকায় চতুর্থ দিনের খেলা সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ১৮৮ রান নিয়ে ম্যাচের চতুর্থ দিন খেলতে নামে পাকিস্তান। আজহার আলী ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে দিন শুরু করেন।
আজ দিনের দশম বলে আজহারের উইকেট শিকার করেন পেসার এবাদত হোসেন। ১৪৪ বল খেলে ৮টি চারে ৫৬ রান করেন আজহার।

আজহার ও বাবর তৃতীয় উইকেটে ১২৩ রান যোগ করেন।

আজহারের পর বাবরের উইকেট নেন পেসার খালেদ আহমেদ। বাবরকে ব্যক্তিগত ৭৬ রানে এলবি’র ফাঁদে ফেলেন খালেদ।

আরও পড়ুন: টেস্ট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

দলীয় ১৯৭ রানে বাবরের বিদায়ের পর দলের হাল ধরে অবিচ্ছিন্ন থেকে প্রথম সেশন শেষ করেন ফাওয়াদ আলম ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ফাওয়াদ ১৯ ও রিজওয়ান ২৬ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সেশনে হাফ-সেঞ্চুরি পান  ফাওয়াদ ও রিজওয়ান। টেস্ট ক্যারিয়ারে ফাওয়াদ দ্বিতীয় ও রিজওয়ান ষষ্ঠ হাফ-সেঞ্চুরির দেখা পান। ৯৯তম ওভারে দলের স্কোর ৩শ হবার পরই ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

বাংলাদেশের স্পিনার তাইজুল ৭৩ রানে ২টি, এবাদত-খালেদ ১টি করে উইকেট নেন। ১৯ ওভার বল করে ৫২ রানে উইকেট শুন্য ছিলেন সাকিব।

ঢাকা টেস্ট/এএমএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ