মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ালো

0
470

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৪ হাজার ১৩ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ১৮০ জন।

বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৯৪ হাজার ৮৩৬ জন। মোট মারা গেছেন ৩ লাখ ১ হাজার ৭৭৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৫০২ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৮ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ৪৭ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪৩ হাজার ৯৪৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮৬ হাজার ২৪৪ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫১৩ জন।

স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬৪৬ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৩২১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৪৮০ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২১৭ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৭৪ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৯৩ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ২৪৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩০৫ জন। সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৫৩০ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৪৬ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৪২৮ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৫১ জন। মারা গেছেন ৩৩ হাজার ৬১৪ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৯৬ জন। মারা গেছেন ৩১ হাজার ৩৬৮ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৬২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৮৮ জন।

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২১৮ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭৫ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৯৭ জন। দেশটিতে মোট মারা গেছেন ১৩ হাজার ৫৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪২৪ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮১০ জন। মারা গেছেন ৩৫১ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৭০ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৪২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬০৫ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৫৩৮ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৯০০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩০০ জন।

চীনে গত কয়েকদিনের মতই গত ২৪ ঘন্টাও সেখানে কেউ মারা যাননি। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ জন। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯২৯ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১৯৫ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৮৩ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ১৮ হাজার ৮৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ২৯৪ জন (মোট ৪ হাজার ২২০), কানাডায় ১৬৬ জন (মোট ৫ হাজার ৪৬৮), ভারতে ৯৮ জন (মোট ২ হাজার ৬৪৯), ইরানে ৭১ জন (মোট ৬ হাজার ৮৫৪), সুইডেনে ৬৯ জন (মোট ৩ হাজার ৫২৯), বেলজিয়ামে ৬০ জন (মোট ৮ হাজার ৯০৩), তুরস্কে ৫৫ জন (মোট ৪ হাজার ৭), নেদারল্যান্ডসে ২৮ জন (মোট ৫ হাজার ৫৯০), পোল্যান্ডে ২২ জন (মোট ৮৮৩), চিলিতে ২২ জন (মোট ৩৬৮), দক্ষিণ আফ্রিকায় ১৯ জন (মোট ২৩৮), ফিলিপাইনে ১৮ জন (মোট ৭৯০), ইউক্রেনে ১৭ জন (মোট ৪৫৬), রোমানিয়ায় ১৭ জন (মোট ১ হাজার ৫৩), আর্জেন্টিনায় ১৫ জন (মোট ৩৪৪ জন), মিশরে ১৫ জন (মোট ৫৭১), ইন্দোনেশিয়ায় ১৫ জন (মোট ১ হাজার ৪৩), সৌদি আরবে ১০ জন (মোট ২৮৩), পাকিস্তানে ৯ জন (মোট ৭৭০), পর্তুগালে ৯ জন (মোট ১ হাজার ১৮৪), আয়ারল্যান্ডে ৯ জন (মোট ১ হাজার ৫০৬), আলজেরিয়ায় ৭ জন (মোট ৫২৯), হাঙ্গেরিতে ৬ জন (মোট ৪৩৬), পানামায় ৪ জন (মোট ২৫৬), ডেনমার্কে ৪ জন (মোট ৫৩৭), আফগানিস্তানে ৪ জন (মোট ১৩৬), স্যুইজারল্যান্ডে ২ জন (মোট ১ হাজার ৮৭২), মরক্কোতে ২ জন (মোট ১৯০), অস্ট্রিয়ায় ২ জন (মোট ৬২৬), ইসরাইলে ১ জন (মোট ২৬৫ জন), গ্রিসে ১ জন (মোট ১৫৬) এবং দক্ষিণ কোরিয়ায় ১ জন (মোট ২৬০) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ইকুয়েডর (মোট ২ হাজার ৩৩৪), পেরু (মোট ২ হাজার ১৬৯ জন), জাপান (মোট ৬৭৮ জন), কলম্বিয়া (মোট ৫০৯ জন) এবং অস্ট্রেলিয়ায় (মোট ৯৮) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/