লকডাউনে নিয়ম মেনে রেস্তোরা খোলা থাকবে

0
358

১২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): কঠোর লকডাউনের মধ্যে কর্মজীবী মানুষের জন্য হোটেল রেস্তোরা খোলা থাকবে। তবে এই সিদ্ধান্তের পাশাপাশি বেধে দেয়া হয়েছে কিছু বিধি নিষেধও। নির্ধারণ করে দেয়া হয়েছে সময়সীমা।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বেধে দেয়া হয়েছে সময়সীমা। বলা হয়েছে, ১৪ এপ্রিল থেকে খাবারের দোকান, হোটেল ও রেস্তোরা দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

সেহরির জন্যও সময় দেয়া হয়েছে। এ বিষয়ে বলা হয়েছে, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে খাবারের দোকান, হোটেল ও রেস্তোরা। তবে হোটেল ও রেস্তোরায় কেউ বসে খাবার খেতে পারবে না। শুধুমাত্র খাবার কিনে নিয়ে যাওয়া যাবে। অনলাইনেও খাবার কেনা যাবে।

এদিকে, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি এক বিবৃতিতে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দুর্যোগ মুহূর্তে এই উপযোগী সিদ্ধান্ত ব্যবসায়ীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি আনবে।

রেস্তোরা/এএমএম/কিউটি