সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দি

0
246

২৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করেছে দেশটির সেনাবাহিনী। একই সাথে দেশটির আরও কয়েকজন নেতাকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে এসব গ্রেফতারের ঘটনা ঘটে। আল-হাদাত টিভির বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

সূত্রের বরাত দিয়ে আল-হাদাত বলছে, গ্রেফতার নেতাদের মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী ইব্রাহিম আল-শেখ, তথ্যমন্ত্রী হামজা বালৌল ও প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ফায়সাল মোহাম্মেদ সালেহ।

সুদানের ক্ষমতাসীন সার্বভৌম পরিষদের মুখপাত্র মুহাম্মদ আল-ফিকে সুলিমান ও দেশটির রাজধানী খার্তুমের গভর্নর আয়মান খালিদকেও গ্রেফতার করা হয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নাম প্রকাশে অনিচ্ছুক সুদানের কর্মকর্তাদের বরাতে জানা যায়, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগে ২০১৯ সালে তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরের পতন হয়।

সুদানের প্রধান গণতন্ত্রপন্থি রাজনৈতিক দল প্রফেশনালস অ্যাসোসিয়েশন বলছে, সোমবার সেনাবাহিনীর এমন পদক্ষেপ সম্পূর্ণ সেনা অভ্যুত্থান। এর প্রতিবাদে জনসাধারণকে রাস্তায় নামতে হবে।

সেনা অভ্যুত্থান/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ