হাসান শাহরিয়ারের জানাজা সম্পন্ন

0
320

১০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক কূটনৈতিক রিপোর্টার ও নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আসরের নামাজের পর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক হাসান শাহরিয়ার মারা যান।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন আর্ট নিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি করোনা পজেটিভ ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, আর্ট নিউজের প্রধান সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য রহমান মুস্তাফিজ ও সম্পাদক কাজী তামান্না হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে তারা তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

হাসান শাহরিয়ার ১৯৪৬ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, ডেইলী সান’র সম্পাদক, চট্টগ্রামের পত্রিকা পিপলস ভিউ’র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজ উইক, খালিজ টাইমস অব দুবাই, ভারতের দৈনিক ডিক্কান হেরাল্ড, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য এশিয়ান এইজ, পাকিস্তানের মর্নিং নিউজ, ডন ও ইভেনিং স্টার’র বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাসান শাহরিয়ার ১৯৭৮ সালে কমনওয়েলথ প্রেস ইউনিয়নের মর্যাদাপূর্ণ হেরি ব্রিটেন ফেলোশীপ লাভ করেন। তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার রাজনীতির উপর বিশ্লেষণমূলক ও অনুসন্ধানী অসংখ্য প্রতিবেদন লিখেছেন।

প্রয়াত হাসান শাহরিয়ার ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, পি ভি নরসিমা রাও ও চন্দ্র শেখর, কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা শেখ আব্দুল্লাহ, পাকিস্তানী নেতা জুলফিকার আলী ভূট্টো, জিয়াউল হক, বেনজির ভূট্টো ও নওয়াজ শরীফ, কেম্বোডিয়ান নেতা প্রিন্স নরাদম সিহানুক, জাপানের প্রধানমন্ত্রী তোশিকি কাইফু, নোবেল জয়ী মাদার তেরেসা ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খানের সাক্ষাতকার গ্রহণ করেছেন।

তিনি টরেন্টো ভিত্তিক কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এমিরেটাস প্রেসিডেন্ট ছিলেন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিনিই প্রথম সাংবাদিক যিনি ২০০৩ ও ২০০৮ সালে এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাব, ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব)-সহ দেশি বিদেশী অনেক সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়েছেন।

হাসান শাহরিয়ার/এএমএম/টিটি