নিউজ ডেস্ক: রাজধানীর পল্টনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহণের বাসটি পল্টন এলাকায় পৌঁছলে এতে আগুন দেয়া হয়। তবে আগুনের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
যাত্রীরা জানান, বাসটি পল্টন আসার পর বেশ কয়েকজন তাড়াহুড়ো করে নেমে যায়। এরপরই বাসের পেছন দিকে আগুন জ্বলতে দেখা যায়। পরে পথচারীরা আগুন নেভান।
আগুন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD