নিউজ ডেস্ক: ভারত বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু রাষ্ট এবং বৃহৎ ব্যবসায়ীক অংশীদার। ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের বিপুল চাহিদা রয়েছে। বানিজ্য সহজ করলে বাংলাদেশের পণ্য রফতানি অনেক বাড়বে এবং উভয় দেশের বাণিজ্য ব্যবধান কমে আসবে। এমনটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রনয় ভার্মার সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের পণ্য তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম। এজন্য স্থল বন্দর গুলোর সক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজন। বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দুর করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বর্ডার হাটগুলো উভয় দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। ভারতের সেভেন সিস্টার রাজ্যের মানুষ উপকৃত হয়েছে। ভিসা ইস্যু সহজ হলে মানুষের যাতায়াত বাড়বে এবং তারা উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।
ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রনয় ভার্মা বলেন, বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য ও সহযোগিতা অনেক বৃদ্ধি পেয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আকাশ পথের পাশাপাশি সড়ক ও নৌপথে যোগাযোগ উন্নত হয়েছে। এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাণিজ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD