আবহা খামিস শহরে জেদ্দা কনস্যুলেটের প্রতিনিধি দল

0
275

২৪ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সেবা নিশ্চিতে ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) জেদ্দার আবহা খামিস শহরে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটের প্রতিনিধি দল।

সৌদি আরবের জেদ্দার আবহা খামিস শহরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সরবরাহ, নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়িতসহ নানা সেবা দিতে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জেদ্দা কনস্যুলেট।

জেদ্দা কনস্যুলেটর দূতালয় প্রধান আজিজুর রহমান, প্রথম সিচব মোহাম্মদ আরিফুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলামসহ ১৫ জনের প্রতিনিধি দল ২২ ও ২৩ জুলাই আবহা খামিস শহরে অবস্থান করবেন। এসময় শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা সেখানে অবস্থানরত প্রবাসীদের আবাসস্থল পরিদর্শনসহ আবহা খামিসের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগিদের খোঁজ খবর নিবেন।

জেদ্দা কনস্যুলেট থেকে জানানো হয়, জেদ্দা শহর হতে আনুমানিক নয়শ’ কিলোমিটার দূরে অবস্থিত আবহা খামিস শহর। যেখানে প্রায় ছয় লাখ প্রবাসী বাংলাদেশির অবস্থান। শত শত মাইল দূর থেকে কর্মদিবসে জেদ্দা শহরে এসে কনস্যুলার সেবা গ্রহণ এসব প্রবাসীদের জন্য কষ্ট সাধ্য, সময় সাপেক্ষ ও ব্যয় বহুল। এমনকি অনেক সময় নিয়োগকর্তার নিকট হতে কাঙ্খিত ছুটি পাওয়াও কঠিন হয়ে থাকে। ফলে প্রয়োজনীয় সেবা প্রাপ্তি হতে এসব প্রবাসী বাংলাদেশিরা বঞ্চিত হয়ে থাকেন। এরূপ পরিস্থিতিতে আবহা খামিস শহরে অবস্থানরত প্রবাসীদের দোরগোড়ায় ও তৃণমূল পর্যায়ে কনস্যুলেটের সেবা কার্যক্রম সরাসরি পৌঁছানোর লক্ষ্যে এ কার্যক্রম চালানো হচ্ছে।

সেবাসমূহের মধ্যে রয়েছে: পাসপোর্ট ডেলিভারি, নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, শ্রম আদালতে মামলা দায়ের করার মুসাবিদা প্রস্তুত, শরিয়া আদালতে মামলা দায়ের করার কাগজপত্র প্রস্তুত ও সত্যায়ন, আইনগত সহায়তা/পরামর্শ প্রদান, সৌদি আরবের শ্রম আইন সম্পর্কে ধারণা প্রদান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য নিবন্ধন, সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় হিসাব খোলা, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ক্রয় প্রক্রিয়াকরণ, বৈধ পথে রেমিট্যান্সের বিষয়ে উদ্ধুদ্ধকরণ ইত্যাদি।

প্রবাসী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ