১৭ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পশ্চিমাঞ্চল। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০০ এর বেশি বাড়ি।
সোমবার বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি গণমাধ্যমে বলেন, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সারওয়ারি বলেন, ভূমিকম্পে নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন। তিনি আরও জানান, এতে আহত হয়েছেন আরও চার জন।
এই কর্মকর্তা বলেন, ভারি বৃষ্টিপাতের মধ্যেও প্রথম উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায় তবে সতর্ক করে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জানান সায়েক, ২৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।
ভূমিকম্প/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD