হরতাল সফল করায় দেশবাসীকে সিপিবির অভিনন্দন

0
322

২৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী হরতাল সমর্থন ও সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার হরতাল শেষে এক বিবৃতিতে অভিনন্দন জানায় বাম জোটের শরিক দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বিবৃতিতে তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যর্থ হয়েছে। বরং ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করে চলছে। অযৌক্তিকভাবে গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর পায়তারা করছে। এর বিরুদ্ধে হরতালের মধ্য দিয়ে মানুষ তাদের রায় ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়, হরতালের আগে বরিশাল, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, খুলনা, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, ঠাকুরগাঁওসহ ঢাকার বিভিন্ন স্থানে হামলা হয়েছে। গাইবান্ধা, ঠাকুরগাঁও, খুলনা ও ঢাকায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর পল্টন মোড়, মোহাম্মদপুর, মিরপুর এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলায় প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

সিপিবির পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় নেতা-কর্মীদের মধ্যে শিল্পী আক্তার, হযরত আলী, হোসেন আলী, মিয়া মোহাম্মদ জুয়েল, নুরুল ইসলাম গাজী, ছাত্র নেতা দীপক শীল, সুমাইয়া সেতু, সালমান রাহাত, মহিউদ্দিন রুমি, প্রিজম ফকির, আরমান, রাইসা, শাওন বিশ্বাস, রাকিব হাসান সুজন, কাওসার আহমেদ রিপন, শিতাংশু ভৌমিকসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, সকাল ৬টা থেকে সারাদেশে সিপিবি নেতা-কর্মীরা হরতালের সমর্থনে রাজপথে ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, সাজ্জাদ জহির চন্দন, ডাক্তার দিবালোক সিংহ, আবদুলাহ ক্বাফী রতন, ডাক্তার ফজলুর রহমান, আনোয়ার হোসেন রেজা, রাগিব আহসান মুন্না, অনিরুদ্ধ দাশ অঞ্জন, হাসান তারেক চৌধুরী সোহেল, লুনা নূর, জলি তালুকদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিপিবি/এসকেএম/রমু

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ