বিএফইউজের ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

0
261

২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সারাদেশের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। টানা আট ঘণ্টা ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৫টায়। ভোট গ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষা।

ঢাকায় ভোট গৃহীত হয়েছে ১ হাজার ৬০৩টি।

সবশেষ প্রাপ্ত খবরে জানা গেছে চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া, ময়মনসিংহ, যশোর ও খুলনায় সভাপতি পদে ওমর ফারুক, মহাসচিব পদে দীপ আজাদ কোষাধ্যক্ষ পদে নজরুল কবির এগিয়ে রয়েছেন। এছাড়া দফতর সম্পাদক পদে শুধু ঢাকায় নির্বাচন হয়েছে। এ পদে এগিয়ে রয়েছেন সেবিকা রাণী।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯৮০ জন। নির্বাচন অনুষ্ঠানে ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

বিএফইউজে/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ