স্বাধীনতার ছোঁয়া

0
387

স্বাধীনতার ছোঁয়া

সালাম ফারুক

ভণ্ডামি আর ষণ্ডামিতে খাচ্ছি শুধু খাবি,

এর তরে কি স্বাধীনতা? আজকে বসে ভাবি।

হক না পেয়ে কেঁদে চলে শ্রমিক-কর্মজীবী,

মালিক মশাই ভাবেন ওটা ঘরের অন্য বিবি।

সিন্ডিকেটের খেয়ালমতো বাজার ওঠে-নামে,

আমজনতার কঠিন জীবন এই যে ধরাধামে।

পরের জায়গা দখল করে রাজ্য বাড়ে কারো,

বললে কিছু দিতে পারে আচ্ছামতো মারও।

পথে ঘাটে জবরদস্তি, পারলে চালায় গুলি

চাইলে মনে দেয় উড়িয়ে পরের মাথার খুলি।

চলতে পথে এ বাঙালি পদে পদে ঠেকি।

একাত্তরের শহীদ-গাজীর স্বপ্ন ছিল এ কি?

স্বাধীন দেশে চাই না রে কেউ থাকতে ভোগান্তিতে,

কে পারো হায় স্বাধীনতার ছোঁয়া যোগান দিতে?