হাসপাতালে বরুণ

0
414

১৬ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ভারতীয় তারকা পেসার বরুণ অরুণ ল্যারিনজাইটিস বা কণ্ঠনালীর প্রদাহে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বরুণের এক ঘনিষ্ঠ আত্মীয় জানিয়েছেন, ল্যারিনজাইটিসে আক্রান্ত হয়ে বরুণ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এই সংক্রমণের কারণে বরুণ টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।

দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় বরুণের আইপিএল ক্যারিয়ার হুমকির মধ্যে পড়েছে। আগামী আইপিএলের আগে ফর্মে ফিরতে না পারলে রাজস্থান রয়্যালসের সাথে বরুণের আড়াই কোটির যে চুক্তি রয়েছে তা বাতিল হতে পারে।

ভারতের হয়ে ৯ টেস্ট ও ৯টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৯ উইকেট শিকার করেন ৩১ বছর বয়সী বিহারের এই তারকা পেসার।

ক্রিকেট/এসকেএম