সৌদি আরবে কারফিউ জারি

নতুন করে ১১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত

0
784

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সৌদি আরবজুড়ে ২১ দিনের কারফিউ জারির নির্দেশ দিয়েছেন। সোমবার (আজ) সন্ধ্যা থেকে এই নির্দেশ কার্যকর হবে।

আরব নিউজ বলছে,দেশটির রাজকীয় আদালতের বিবৃতি সৌদি সংবাদ সংস্থায় প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, কারফিউ বলবৎ থাকবে সন্ধ্যা সাতটা থেকে ভোর ছয়টা পর্যন্ত।

কারফিউর মেয়াদ সম্পর্কে জানানো হয়, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪১ সালের ২৮ রজব থেকে পরবর্তী ২১ দিন এই কারফিউর নির্দেশ কার্যকর থাকবে।

কারফিউর নির্দেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বলেও বিবৃতিতে জানানো হয়। সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তা করতে নাগরিক ও বাসিন্দাদের নির্দেশ দেয়া হয়।

নিজেদের নিরাপত্তার জন্যই কারফিউ চলাকালে নাগরিক ও বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশে জানানো হয়, কয়েকটি খাতের শ্রমিকরা কারফিউর আওতায় পরবেন না। এই ক্রান্তিকালেও জরুরী সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য কাজ অব্যাহত রাখতে হবে বলে বিবৃতিতে জানানো হয়।

এদিকে, রোববার সৌদি আরবে নতুন করে ১১৯ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত সৌদি আরবে ৫১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও জানতে: https://www.arabnews.com/node/1645526/saudi-arabia