আফগান সেনাদের অভিযান

৬০ তালেবান সদস্য নিহত

0
283

০৪ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): আফগানিস্তানের সেনাবাহিনীকে সব সেনাঘাঁটি বুঝিয়ে দিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর কাছ থেকে নিজেদের ঘাঁটি বুঝে নেয়ার পরই তালেবানদের ওপর অভিযান শুরু করেছে আফগান বাহিনী।

সোমবার আফগান সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর: আরব নিউজ।

বিবৃতিতে জানা যায়, হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি বুঝে নেয়ার পর বেশ কয়েকটি অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে কমপক্ষে ৬০ তালেবান সদস্য নিহত হয়েছেন। অভিযান চলাকালে সরকারি বাহিনীরও ৪০ সদস্য প্রাণ হারিয়েছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, বিদেশি সেনাদেন সহায়তা ছাড়াই আফগান বাহিনী তালেবানদের ওপর এসব সফল অভিযান চালিয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় এবস অভিযানে ৬০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন।

মার্কিন বাহিনী আফগান ছাড়ার আগমুহূর্তে আবারও নতুন করে হামলা শুরু করে তালেবানরা। সরকারি বাহিনীও এর পাল্টা জবাব দিচ্ছে।

আফগানিস্তান/এসকেএম