ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

নিহত ৩০, আহত কমপক্ষে ৬০

0
257

২৯ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সৌদি নেতৃত্বাধীন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৬০ জন।

রোববার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-নাকিবের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

মোহাম্মদ আল-নাকিব জানান, লাহিজ প্রদেশের আন-আনাদ সামরিক ঘাঁটিতে সশস্ত্র ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়।

স্থানীয় অধিবাসীরা জানান, তারা বেশ কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫ সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট।

গত কয়েক বছর ধরে ইয়েমেনে হুতি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

ইয়েমেন/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ