বিমান বিধ্বস্তে মারা গেছেন সংগীতশিল্পী নীরা

0
148

বিনোদন ডেস্ক: নেপালের জনপ্রিয় কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল। ৭২ আরোহী নিয়ে দেশটিতে বিমান দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

নীরার বোন হীরা ছান্তিয়াল মরদেহ শনাক্ত করেছেন। খবর: হিন্দুস্তান টাইমস।

হীরা ছান্তিয়াল জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের জন্য পোখরা যাচ্ছিলেন নীরা। মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে নীরা লিখেছিলেন- ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’

বিমানকর্মী এবং যাত্রীসহ বিমানে ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, দুই শিশুসহ ১৫ বিদেশি নাগরিক বিমানে ছিলেন। বিমানবন্দরের দেয়া তথ্যানুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং ১ ফরাসি নাগরিক ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইনসের বিমানটি। টেকঅফের ২০ মিনিটের মধ্যেই কাসকি জেলার কাছে সেটি ভেঙে পড়ে।

বিমান বিধ্বস্ত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ