সাতক্ষিরায় ইউপি নির্বাচনী সহিংসতা

0
375

২৪ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, সাতক্ষিরা): কুলিয়া ইউনিয়ন নির্বাচনী প্রচারণা সহিংসতার দিকে মোড় নিচ্ছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের।

বুধবার এই ভাংচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা প্রতিকের প্রার্থী আসাদুল ইসলামের সমর্থকরা হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী আছাদুল হকের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় তারা নির্বাচনী অফিসও ভাংচুর করে।

আরও পড়ুন: নবনির্বাচিত ইউপি সদস্যকে কুঁপিয়ে হত্যা

জানা গেছে, ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সাতক্ষিরায় আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি প্রায় তিন দশক কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গেল নির্বাচনে অভ্যন্তরীণ রাজনীতির খেলায় হেরে গিয়ে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। মনোনয়ন দেয়া হয় জামায়াতে ইসলামীর সাথে সখ্যতা রয়েছে এমন একজনকে, যিনি দলে নবাগত। এবারও আছাদুল হককে মনোনয়ন না দেয়ায় তিনি সংক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

সহিংসতা/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

 হামলার ভিডিও

https://fb.watch/9u8jre87xr/