ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহত

0
304

০৪ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মেক্সিকো): মেক্সিকোতে একটি মেট্রো ট্রেন দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দেশটির রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের সেতু ধ্বসে  এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্স।

ট্রেনসহ মেট্রো লাইন-১২ এর একটি সেতু ধ্বসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।উদ্ধারকর্মীরা গুরুতর অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম বলেছেন, দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এবং ভেঙে পড়া অংশের নিচে একটি গাড়ি এখনও আটকে রয়েছে।

টুইটারে দেয়া এক বার্তায় শেইনবাম জানিয়েছেন, দুর্ভাগ্যজনক ভাবে হতাহত মানুষ এখানে রয়েছেন। আমি দুর্ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার কাজে নিয়োজিত কমান্ড সেন্টারে সহায়তা করছি।

মেক্সিকোর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম